14 C
আবহাওয়া
১১:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » কর্ণফুলী নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে নিখোঁজ হওয়ার দুইদিন পর কর্ণফুলী নদী থেকে অদ্রিপ অহন সায়ান (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ আগস্ট) দুপুরে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ৩টার দিকে খবর পেয়ে নিহতের বাবা বিশ্বজিৎ দাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে মরদেহ শনাক্ত করেন।

সায়ান চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার কেডিএস গলির বিশ্বজিত দাশের ছেলে। চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। সে পরিবারের সাথে বসবাস করতো।

চকবাজার থানার উপ-পরিদর্শক মো. ইমরান বলেন, গত মঙ্গলবার দুপুর থেকে সায়ান চকবাজার এলাকা থেকে নিঁখোজ ছিল। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন বিকেলে থানায় একটি সাধারণ ডায়েরি করেন সায়ানের বাবা বিশ্বজিৎ দাশ। বৃহস্পতিবার নৌ-পুলিশের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালের মর্গে তিনি মরদেহ শনাক্ত করেছেন।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার দুপুর ২টার দিকে অভয়মিত্র ঘাট এলাকা থেকে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করি। মরদেহের শরীরে হাজী মোহাম্মদ মহসীন স্কুলের লোগোসম্বলিত ড্রেস পরিহিত। মরদেহের পরিচয় শনাক্তের জন্য আমরা বিভিন্ন থানায় ম্যাসেজ দিলে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নিহতের বাবা মরদেহ শনাক্ত করেছেন। মরদেহ পরিবারে হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: ঝিনাইদহে প্রাণঘাতী পার্থেনিয়ামের ভয়ংকর বিস্তারে পরিবেশ বিপর্যয়ের আশংকা

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ