29 C
আবহাওয়া
৪:১৮ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ১ কেজি হেরোইন উদ্ধার

চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ১ কেজি হেরোইন উদ্ধার

চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ১ কেজি হেরোইন উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারী বিএমএ গেট এলাকা থেকে এই হেরোইন উদ্ধার করা হয়।

বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, ষষ্ঠবারের মত হেরোইন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে কৃষি, গ্যাস, অটোমোবাইলস খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র: অর্থমন্ত্রী

বিজিবি চট্টগ্রাম আট ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের সূত্র ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝিনাইদহ জেলার শৈলকূপা থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় পৌঁছালে বিজিবির একটি টিম সেটিকে থামায়। পরে বাসে তল্লাশি চালিয়ে একটি কালো ব্যাগ থেকে এক প্যাকেট হেরোইন পাওয়া যায়। যার ওজন এক কেজি ১০০ গ্রাম এবং বাজারমূল্য ২২ লাখ টাকা।

জব্দ হেরোইনের মালিককে পাওয়া যায়নি বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

আরও পড়ুন: সর্বজনীন পেনশন বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন সজীব ওয়াজেদ

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ