বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগর থেকে আমেরিকার একটি মানুষবিহীন সমুদ্র ড্রোন মঙ্গলবার সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করে তবে পরবর্তীতে তা আবার ছেড়ে দেয়। সম্ভাব্য সমুদ্র দুর্ঘটনা এড়াতে এবং বেসামরিক জাহাজ চলাচলের পথকে সুরক্ষা দিতে এই ব্যবস্থা নেয়া হয়।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে ঘনিষ্ঠ বার্তা সংস্থা নুর নিউজ জানিয়েছে, মঙ্গলবার ইরানের সেনারা নেভিগেশন সিস্টেম অকার্যকর হওয়া মার্কিন সমুদ্র যানটি আটক করতে সময় মতো ব্যবস্থা নেয় এবং পারস্য উপসাগরে জাহাজ চলাচলের পথ নিরাপদ রাখতে এই ব্যবস্থা নেয়া হয়।
গত কয়েক সপ্তাহ ধরে এই ধরনের ঘটনা পারস্য উপসাগরে মাঝেমধ্যেই ঘটেছে। এর পুনরাবৃত্তি ঠেকাতে মার্কিন ড্রোনটি আটক করা হয়।
পরে ইরানের সাপোর্ট ভ্যাসেলের কমান্ডারের নির্দেশে ড্রোনটি ছেড়ে দেয়া হয়। এ সময় পঞ্চম বহরের একটি জাহাজও ঘটনাস্থলে যায়। তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে, তারা যেন অবশ্যই জাহাজ চলাচলের নিরাপত্তা রক্ষা করে এবং সব ধরনের ঝুঁকি এড়িয়ে চলে।
এ ঘটনাকে মার্কিন নৌবাহিনী এভাবে রূপ দেয়ার চেষ্টা করেছে যে, আইআরজিসি বিনা উসকানিতে ড্রোনটি আটকের চেষ্টা করে। (পার্সটুডে)
বিএনএনিউজ/এইচ.এম।