27 C
আবহাওয়া
৭:০৩ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় ভাড়া নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত

আনোয়ারায় ভাড়া নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত

আনোয়ারায় ভাড়া নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত

বিএনএ, আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারায় সিন্ডিকেট করে সিএনজি ভাড়া বৃদ্ধি এবং বাসে ভাড়ার তালিকা না রেখে অতিরিক্ত ভাড়া আদায়। এসব নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিন দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন।

বুধবার (৩১ আগস্ট) বিকেল ৫টার সময় উপজেলার ব্যস্ততম চাতুরী চৌমুহনী বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে যত্রতত্র পার্কিং, অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়, বাসের ভাড়ার তালিকা না রেখে যাত্রীদের থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় এবং সড়ক পরিবহন আইনের অন্যান্য নির্দেশনা অমান্য করে যানচালনার জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৮০ ধারায় ৮ টি মামলায় ৮ জন চালককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আনোয়ারায় ভাড়া নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন বলেন, সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে হয়রানি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভাড়া নিয়ে যাতে কোন নৈরাজ্য না হয় সে জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

বিএনএ/নাবিদ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
যৌক্তিক-অযৌক্তিক আন্দোলনে রাস্তা বন্ধ করা উচিত নয়- স্বরাষ্ট্র উপদেষ্টা         সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি কর্মীদের হামলা শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না-ধর্ম উপদেষ্টা ওয়াশিংটন পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান ২০৩০ সালের আগেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে চায় সরকার-পরিবেশ উপদেষ্টা খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ ফেব্রুয়ারিতেই ড. ইউনূসের ভাগ্য নির্ধারণ? ডিসি পার্কে সংঘর্ষ: সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার ২০০ মেট্রিক টন গম