বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গত ৫ জানুয়ারি নির্বাচনী সহিংসতায় ওঁমকার দত্ত (৩৬) হত্যা মামলার প্রধান আসামি রঘু নাথ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ আগষ্ট) রাতে আনোয়ারা থানার এসআই শাহীদ হোসাইনের নেতৃত্বে নগরীর কোতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় কোতোয়ালি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে আনোয়ারা থানার এসআই শাহীদ হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওঁমকার দত্ত হত্যা মামলার প্রধান আসামি রঘু নাথ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সকালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউপি নির্বাচনে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার রঘুনাথ সরকারের লোকজন ওঁমকার দত্তকে পিটিয়ে হত্যা করে। পরদিন রাতে ওঁমকারের পিতা নেপাল দত্ত বাদী হয়ে মেম্বার রঘুনাথ সরকারসহ চারজনকে আসামি করে আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি