27 C
আবহাওয়া
২:২৩ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্বের তিন নম্বর ধনী গৌতম আদানি

বিশ্বের তিন নম্বর ধনী গৌতম আদানি


বিএনএ, বিশ্বডেস্ক : ইলন মাস্ক, জেফ বেজোসের পর বিশ্বের তিন নম্বর ধনী এখন গৌতম আদানি। প্রথমবারের মত বিশ্বের বিত্তবানদের তালিকায় এশিয়ার কেউ তিন নম্বরে পৌঁছালেন।

গৌতম আদানি তো কলেজের পড়া পর্যন্ত সম্পূর্ণ করেননি। প্রথমে হীরের ব্যবসা করতেন। তারপর কয়লা। এখন তিনি বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি।

ভারতের মুকেশ আম্বানি, চীনের জ্যাক মা, ফ্রান্সের বার্নার্ড আর্নল্ডকে পিছনে ফেলে দিয়েছেন ১৩ হাজার ৭৪০ কোটি ডলার সম্পদের মালিক ৬০ বছর বয়সি আদানি। ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের বিচারে ধনীদের মধ্যে তিনি তিন নম্বরে।

আদানি গোষ্ঠীর হাতে আছে ভারতের সবচেয়ে বড় বেসরকারি বন্দর, বিমানবন্দর, কয়লা খনি। আগামী নভেম্বরে তারা সাত হাজার কোটি ডলার রিনিউয়েবল এনার্জিতে বিনিয়োগ করবেন।

তবে এই মাসেই ক্রেডিটসাইট নামে একটি সংগঠনের রিপোর্ট বলেছিল, আদানির সাম্রাজ্যের ভিত্তি হলো ঋণ। তার সম্পদের অতিমূল্যায়ন করা হয়েছে বলেও তারা জানিয়েছিল।

তবে ২০২২ সালেই আদানির সম্পদ ছয় হাজার কোটি ডলার বেড়েছে। গত ফেব্রুয়ারিতে তিনি এশিয়ার সবচেয়ে বিত্তবান মুকেশ আম্বানিকে পিছনে ফেলে ভারতে এক নম্বর ধনীর জায়গা নিয়েছিলেন। এখন তিনি বিশ্বের তিন নম্বর বিত্তবান হলেন। গত মাসে তিনি বিল গেটসকেও পিছনে ফেলে দিয়েছেন। বিল গেটস অবশ্য তিন হাজার ৫০০ কোটি ডলার গরিবদের সাহায্য করার জন্য দিয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ