27 C
আবহাওয়া
৪:৩৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ঢাবির মাস্টার্সে বাইরের শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার সুপারিশ

ঢাবির মাস্টার্সে বাইরের শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার সুপারিশ

নির্ধারিত সময়ে খুলবে ঢাবি’র হল

বিএনএ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি কোর্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যাতে ভর্তি হতে পারে, সে বিষয়ে ডিনস কমিটির সভায় সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে উপাচার্যের সভাপতিত্বে হওয়া সভায় এ সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সুপারিশে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি কোর্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যাতে ভর্তি হতে পারেন। সেক্ষেত্রে তাদের ভর্তি পরীক্ষা দিতে হবে এবং কোনো বয়সসীমাও থাকবে না।

এখন শুধুমাত্র ঢাবি থেকে স্নাতক পাস করা শিক্ষার্থীরা নিজ বিভাগে মাস্টার্স করার সুযোগ পাচ্ছেন। এ সুপারিশ চূড়ান্ত হলে তাদের অন্য বিভাগেও ভর্তির সুযোগ থাকছে। একইসঙ্গে বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সুযোগটি পাচ্ছেন। সবাইকেই ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে।

বিয়ষটি নিশ্চিত করেছেন ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র।

তিনি বলেন, স্নাতক পাস শিক্ষার্থীরা অনেকে মাস্টার্সে ভর্তি হন না। সেক্ষেত্রে কিছু আসন ফাঁকা থাকে। সুপারিশটি বাস্তবায়ন হলে তখন বিভাগ বিজ্ঞপ্তি দিয়ে ভর্তি পরীক্ষা নিয়ে নতুন শিক্ষার্থীদের ভর্তি করতে পারবে। এক্ষেত্রে বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারবে। তাদের ক্ষেত্রেও খরচ একই থাকবে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ