20 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » জিয়ার কবর সরানোর সিদ্ধান্ত হয়নি: ওবায়দুল কাদের

জিয়ার কবর সরানোর সিদ্ধান্ত হয়নি: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

বিএনএ ঢাকা: এই মুহূর্তে সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩১ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগের আলোচনা সভায় তিনি আরও বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু খুনিদের পুরস্কৃত করেছিলেন। চট্টগ্রাম সার্কিট হাউজে কফিনে যে জিয়াউর রহমানের মরদেহ ছিলো, তার ছবি দেখানোর দাবি জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগষ্ট মাস এলেই বিএনপি উল্টা-পাল্টা বলে।১৫ আগস্টে কেক কাটা হলো প্রতিহিংসার রাজনীতি। বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঠিক জন্ম দিনও জানতে চান তিনি।

ওবায়দুল কাদের বলেন,  এদেশে গুম-খুনের রাজনীতি শুরু করেছে বিএনপি। দলটির অনেক নেতা নদী পথে দেশ ছাড়ার সময় ট্রলারডুবিতে মারা গেলেও গুমের তালিকায় তাদের নাম থাকে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ