19 C
আবহাওয়া
৩:৩৯ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » পরকীয়ায় বাধা : স্ত্রী-সন্তানকে হত্যা

পরকীয়ায় বাধা : স্ত্রী-সন্তানকে হত্যা

চট্টগ্রাম নগরীতে ভবন মালিককে হত্যা

বিএনএ, ঢাকা :  রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজীরবাগ এলাকায় স্বামীর পরকীয়া বাধা দেওয়ায় স্ত্রী ও সন্তানকে হাতুরী ও বালিশ চাপা দিয়ে হত্যা করেছে । সোমবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে ১৯২ মীরহাজীরবাগ রাসেল মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।নিহতের নাম রোমা আক্তার (২৭) ও তার সন্তান রিশাদ (দেড় বছর)।

খবর পেয়ে পুলিশ দ্বিতীয় তলা থেকে দুইজনে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পরকীয়ার সূত্র ধরে পারিবারিক কলহের কারণে ওই নারীর স্বামী আব্দুল অহিদ হাতুরী ও বালিশ চাপা দিয়ে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে।

ঘটনার পর থেকে আব্দুল অহিদ পলাতক রয়েছে।ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুরী ও বালিশ জব্দ করা হয়েছে। আসামি ধরতে ও বিস্তারিত জানার জন্য পুলিশ তদন্ত করছে।

বিএনএনিউজ২৪/আজিজুল/আমিন

Loading


শিরোনাম বিএনএ