24 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ববিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত

ববিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত


বিএনএ, ববি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মানসিক স্বাস্থ্যের উপর সচেতনতামূলক প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১শে জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বিতর্কটি আয়োজন করেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) বিতর্কের বিষয় নির্ধারিত ছিল ‘এই সংসদ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য বাধ্যতামূলক মনোবিজ্ঞান কোর্স চালু করবে।’

সরকারি দল হিসেবে বিতর্কে অংশগ্রহণ করেন পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু সাদাত (প্রধানমন্ত্রী), আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরোজ শ্রাবণী (মন্ত্রী) এবং লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান (সাংসদ)

বিরোধী দলের হয়ে বিতর্ক করেন, সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতিন রেজা (বিরোধী দলীয় নেতা), বায়োকেমিস্ট্রি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নওরিন শামীমা (উপনেতা) এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আবিদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর মোঃ সাখাওয়াত হোসেন তিনি বলেন ‘ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় শিক্ষক শিক্ষার্থী সহ সকলের একযোগে কাজ করা প্রয়োজন, এসময় তিনি বিইউডিএসের এমন আয়োজনের সাধুবাদ জানান।’

স্পিকার হিসেবে দায়িত্বপালন করেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সহ সভাপতি (বাংলা বিতর্ক) লামিয়া খানম বন্যা এছাড়াও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহসভাপতি (ইংরেজি বিতর্ক) তাসফিক হাসান লিংকন।

বিএনএ/ রবিউল ইসলাম/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ