27 C
আবহাওয়া
১:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » গ্যাংয়ের দ্বন্দ্ব, ছুরিকাঘাতে দুই কিশোর আহত

গ্যাংয়ের দ্বন্দ্ব, ছুরিকাঘাতে দুই কিশোর আহত


বিএনএ, ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর বেড়িবাঁধ এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুই কিশোর আহত হয়েছে। তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।রোববার(৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- মো. রাসেল মোল্লা (১৮) ও মাসুদ রানা বাবুল (১৭)। হাজারীবাগ নবীপুর এলাকায় রাসেলের বাসা। আর মাসুদের বাসা কামরাঙ্গীরচর মাহাদিনগরে।

আহত রাসেল জানায়, সন্ধ্যায় সে তার বান্ধবীকে ঝাউচর লাইফকেয়ার হাসপাতালের পাশে পৌঁছে দিয়ে নিজের বাসায় ফিরছিল।তখন মাহাদিনগর দিলু সরদার রোডের মোল্লা বাড়ি মসজিদের পেছনে ওই এলাকার রাকিব, আব্দুল্লাহ, প্যাডিস, প্রিন্স, তারেকসহ ১০–১২ জন তাকে ধরে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তখন রক্তাক্ত অবস্থায় সে একাই সেখান থেকে চলে আসার পর বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

আহত মাসুদ জানায়, রাসেলকে আহত করার পর একই এলাকায় তাকে পেয়ে ছুরিকাঘাত করে ওই গ্যাংয়ের সদস্যরা। ওই কিশোরদের সঙ্গে মাসখানেক আগে একটি মারামারির ঘটনা ঘটেছিল রাসেল ও মাসুদের গ্যাংয়ের। সেই ঘটনার জের ধরেই তাদের দুজনকে ধারালো অস্ত্রের আঘাত করেছে বলে জানায় আহতদের বন্ধুরা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, তাদের দুজনের অবস্থাই গুরুতর। তাদের চিকিৎসা চলছে।

বিএনএ/ আজিজুল,ওজি

Loading


শিরোনাম বিএনএ