বিএনএ, ফুলগাজী(ফেনী) : ফুলগাজী উপজেলায় মুন্সীরহাটে মৃত কাসেম মজুমদারের সর্বস্ব পুড়ে যাওয়া বসত ঘর পরিদর্শন করলেন ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের এমডি মিজানুর রহমান মজুমদার। মঙ্গলবার (৩০ মে) সীমান্তবর্তী মান্দারপুর ফকিরের খিলের মজুমদার বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে সান্ত্বনা দেন তিনি।
এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার গ্রামীণ জনপদে অসহায় মানুষের জন্য নিরলস কাজ করার কথা উল্লেখ করে বলেন, মানুষের কল্যাণই হলো রাজনীতি।
মিজানুর রহমান মজুমদার ব্যক্তিগত তহবিল থেকে মৃত কাসেম মজুমদারের কনিষ্ঠ সন্তান আবু সাইদ মজুমদারের হাতে ১০ বান্ডিল টিন ও ২০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন। ক্ষতিগ্রগ্রস্ত পরিবারকে ভবিষ্যতে আরো সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শনের সময় মিজানুর রহমান মজুমদারের সাথে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক রবিউল হোসেন বাবু, ফুলগাজী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন , স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম প্রমুখ।
উল্লেখ্য, ২৬মে ২০২৩ শুক্রবার সন্ধ্যায় ফুলগাজী উপজেলার মান্দারপুর গ্রামের (ফকিরের খিল)মজুমদার বাড়ির মৃত কাশেম মজুমদারের বসত ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফুলগাজী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আবুল কাসেম মজুমদার ২০১২ সালে মারা যান।
বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম,জিএন।