32 C
আবহাওয়া
৬:২২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৩০, ২০২৩
Bnanews24.com
Home » ১৫ দিনে কলকাতায় ৪ মডেলের আত্মহত্যা

১৫ দিনে কলকাতায় ৪ মডেলের আত্মহত্যা

১৫ দিনে কলকাতায় ৪ মডেলের আত্মহত্যা

গত ১৫ দিনে কলকাতায় ৪ মডেলের আত্মহত্যার ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে।প্রতিটি ঘটনায় স্ব স্ব বাসা হতে মরদেহ পুলিশ উদ্ধার করলেও এ সব ঘটনার সাথে কোন যোগসূত্র রয়েছে কী না তা খতিয়ে দেখছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, ১৮বছর বয়সি স্বরস্বতি দাশ গলায় ওড়না জড়িয়ে নিজ বাসায় আত্মহত্যা করেন।পুলিশ তার ফোন,সোশ্যাল মিডিয়া একাউন্ট ও সর্বশেষ যাদের সাথে কাজ করেছে তাদের সাথে যোগাযোগ করে ঘটনার রহস্য উদঘাটেন কাজ শুরু করেছে।

এরআগে একইভাবে মডেল মনজুসা নিওজি,বিদিশা দে মজুমদার ও অভিনেত্রী পল্লবী দে আত্মহত্যার করেন।

বিএনএনিউজ২৪, রিপন রহমান খান,জিএন

Total Viewed and Shared : 139 


শিরোনাম বিএনএ