22 C
আবহাওয়া
৩:৫২ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম :  করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফরিদুল আলম মৃত্যুবরণ করেছেন।রোববার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন

হাসপাতালটির পরিচালক (প্রশাসন) নুরুল হক গণমাধ্যমকে জানান, প্রফেসর ডা. ফরিদুল আলম করোনা আক্রান্ত হয়ে মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। করোনার পাশাপাশি বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। সর্বশেষ আইসিইউ সাপোর্টও দেওয়া হয় তাঁকে।

বিএমএ’র তথ্য অনুযায়ী, সারাদেশে মৃত্যু হয়েছে ১৫৬ জন চিকিৎসকের। দেশে করোনায় প্রথম চিকিৎসকের মৃত্যু হয় ২০২০ সালের ১৫ এপ্রিল। এরপর জুন মাসে মারা যান ৪৫ জন। চলতি বছরের এপ্রিলে মারা যান ২২ জন এবং মে মাসে মৃত্যুবরণ করেন ৩ জন।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ