20.7 C
আবহাওয়া
৬:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের টিকিট বন্ধ

১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের টিকিট বন্ধ

আন্তঃনগর ট্রেনের টিকিট বন্ধ

বিএনএ, ঢাকা : করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়   ১১ এপ্রিল থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সকল টিকেট বিক্রি বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।  এ ছাড়া ট্রেনের টিকিটের বিষয়ে আরও দুটি নতুন নিয়ম করা হয়েছে।বুধবার(৩১ মার্চ) রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক চিঠিতে নতুন এ নিয়ম জারি করা হয়।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ রেলওয়ের টিকেট ইস্যু করার ক্ষেত্রে সাময়িকভাবে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহের মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট একইসাথে অনলাইন, মোবাইল অ্যাপ ও কাউন্টারে সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে। এছাড়া আগামী ১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের টিকিট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হবে এবং আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা ও ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে।টিকিট ইস্যুর ক্ষেত্রে নতুন এ নিয়ম বৃহস্পতিবার (০১ এপ্রিল) থেকে কার্যকর হবে।

বিএনএ/ওজি 

 

 

Loading


শিরোনাম বিএনএ