বিএনএ, চট্টগ্রাম : হেফাজতে ইসলামের নেতাকর্মীদের তাণ্ডবের ঘটনায় চট্টগ্রামের হাটহাজারী ও পটিয়া থানায় সাতটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার(৩০ মার্চ) রাতে পুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তারা বাদী হয়ে হাটহাজারী ও পটিয়া থানায় মামলাগুলো দায়ের করে।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এস রশিদুল হক বলেন, পুলিশের উপর হামলা, থানা ভাঙচুর, ভূমি অফিসে অগ্নিসংযোগ এবং ডাকবাংলো ভাঙচুরের ঘটনায় সাতটি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে হাটহাজারী থানায় দায়ের হওয়া ছয়টি মামলার মধ্যে চারটির বাদি হয়েছে পুলিশ। বাকি দুটির বাদী হাটহাজারী ভূমি অফিস।
এ দিকে পটিয়া থানায় দায়ের হওয়া মামলার বাদী হয়েছে থানা পুলিশ।এসব মামলায় অজ্ঞাতনামা আড়াইশ থেকে ৫শ’ জনকে আসামি করা হয়েছে।’
বিএনএ/ওজি