21 C
আবহাওয়া
১১:০০ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » নোবিপ্রবি মালেক উকিল হলের নেতৃত্বে লিসু-তপু

নোবিপ্রবি মালেক উকিল হলের নেতৃত্বে লিসু-তপু


বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা সাবেক স্পিকার আবদুল মালেক উকিল হল শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নোবিপ্রবি ব্যবসায় প্রশাসন (১২ ব্যাচ) বিভাগের নাজমুল হাসান লিসুকে সভাপতি ও ফলিত গণিত (১৩ ব্যাচ) বিভাগের মো. আব্দুল্লাহ বায়েজীদ তপুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমানের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ’র সঞ্চালনায় নোবিপ্রবি শাখা ছাত্রলীগের হল, অনুষদ ও ইনস্টিটিউট সমূহের সম্মিলিত কর্মী সভা সমাপনী পূর্বে মালেক উকিল হল শাখার এ কমিটির নাম ঘোষণা করা হয়।

এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান লিসু বলেন, নোবিপ্রবি ছাত্রলীগের সঙ্গে ৭ বছরের পথচলায় আজকে নোবিপ্রবি ছাত্রলীগের অন্তর্গত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হল ছাত্রলীগের সভাপতি পদ পাওয়ার মাধ্যমে সাংগঠনিক স্বীকৃতি পেয়ে নিজের কাছে অন্যরকম এক ভালোলাগা অনুভূত হচ্ছে। একজন ছাত্রলীগ কর্মী হিসেবে এটা আমার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি। আমার প্রতি যে বিশ্বাস এবং আস্থা রেখে নোবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ এই দায়িত্বভার অর্পন করেছেন এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হল ছাত্রলীগের কর্মীবৃন্দ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তাদের সকলের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।

এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ বায়েজীদ তপু বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হওয়া গৌরবের, নেতা হওয়া সৌভাগ্যের। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্তর্গত হল ইউনিটের জটিলতা এবং কর্মীদের পরিচয়হীনতার অবসান ঘটানোর জন্য আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নাঈম রহমান এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ ভাইদের প্রতি। প্রথমবারের মতো বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হল ছাত্রলীগের কমিটি ঘোষণা হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী উচ্ছ্বসিত। এ হল আমাদের পরিবার, এ হলকে একটি সুশৃঙ্খল ইউনিট এবং দেশরত্ন শেখ হাসিনার ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করাই হবে আমাদের লক্ষ্য।

বিএনএ/শাফি, এমএফ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ