25 C
আবহাওয়া
১২:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি-তুর্ক

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি-তুর্ক

Min Aung Hlaing

বিশ্ব ডেস্ক:  জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির  চরম অবনতি ঘটেছে।

বুধবার(৩১ জানুয়ারি ২০২৪) দেশটির সামরিক অভ্যুত্থানের বার্ষিকীর ১দিন আগে এই বিবৃতি দিল সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, “সামরিক ও সশস্ত্র বিরোধী দলগুলোর মধ্যে তুমুল যুদ্ধের ফলে ব্যাপক বাস্তুচ্যুত হয়েছে এবং বেসামরিক মানুষ হতাহত হয়েছে। যেহেতু সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে বিপত্তির পর বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, তারা নির্বিচারে বিমানে বোমা হামলা এবং আর্টিলারি হামলা শুরু করেছে।”

গত তিন বছরে সেনাবাহিনীর হাতে বন্দী থাকা অবস্থায় প্রায় ১৫৭৬ জন মারা গেছে। গত অক্টোবর থেকে এ পর্যন্ত ৫৫৪ জনেরও বেশি লোক মারা গেছে। সেনা সরকার ২৬ হাজারের বেশি মানুষকে বন্দী করেছে রাজনৈতিক কারণে। লাখ লাখ বাড়িঘর পুড়িয়ে দিয়েছে সরকার সমর্থিত আধা সামরিক বাহিনীর সদস্যরা।

তিন বছর আগে সামরিক জান্তা অংসান সুচির সরকারকে উৎখাত করে দেশটিতে জরুরি অবস্থা জারিপূর্বক ক্ষমতা দখল করে নেয়। কারাগারে নিক্ষেপ করা হয় তৎকালীন সরকারের নেতৃবন্দকে।

এসজিএন/ হাসনা/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ