বিএনএ, চট্টগ্রাম: করোনাভাইরাস প্রতিরোধে ৪ লাখ ৫৬ হাজার ডোজ টিকা চট্টগ্রামে এসে পৌঁছেছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে বেক্সিমকো ফার্মার একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানে ভ্যাকসিন নগরীর সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সেটি গ্রহণ করেন।
এ সময় সেখানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ ও নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার, বেক্সিমকো ফার্মার মো. মহসীনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে করোনা ভ্যাকসিনগুলো সংরক্ষণের জন্য আগে থেকে সিভিল সার্জন কার্যালয়ের কোল্ড রুমে সকল প্রস্তুতি সম্পন্ন করা ছিল।
সকাল ৭টা ১০ মিনিটে শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানটি থেকে নামানো হয় ভ্যাকসিনের কার্টন। টিকা সংরক্ষণের জন্য কার্টনগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ডরুমের ওয়ার্ক ইন কুলারে রাখা হয়।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, আমরা ৩৮টি কার্টনের ৪ লাখ ৫৬ হাজার ডোজের টিকা বুঝে পেয়েছি। আগামী ৭ ফেব্রুয়ারি চমেক হাসপাতালের ৪টি বুথে টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিক শুরু হবে।
বিএনএ/এমএইচ