31 C
আবহাওয়া
২:৪৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রেই মৃত ছাড়ালো সাড়ে ৪ লাখ

যুক্তরাষ্ট্রেই মৃত ছাড়ালো সাড়ে ৪ লাখ

করোনা:বিশ্বে ২৪ ঘন্টায় প্রাণ গেল ১২ হাজার মানুষের

বিশ্ব ডেস্ক, ঢাকা: মহামারি নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়ে গেছে। এ ভাইরাসে শনাক্ত দুই কোটি ৬৬ লাখের বেশি।

করোনা সংক্রমণ শুরু থেকে করোনা নিয়ে পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার্স ডট ইনফো জানায়, স্থানীয় সময় রবিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মারা যান ৪ লাখ ৫০ হাজার ৩৮১ জন।

এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন দুই কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৭৪০। এর মধ্যে সুস্থ হয়েছেন এক কোটি ৬৩ লাখের বেশি।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ হাজার ৮৮৯ জন, একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন এক লাখ ৪০ হাজারের বেশি।

দেশটিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে নিউইয়র্কে, ৪৩ হাজারের বেশি। এরপর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার ছাড়িয়েছে।

শুরু থেকেই আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। করোনা পরিস্থিতিতে ব্যর্থতার জন্য দায়ী করা হয়ে থাকে সদ্য বিদায় নেওয়া ডোনাল্ড ট্রাম্প।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ