19 C
আবহাওয়া
২:৩১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু

সড়ক দুর্ঘটনা

বিএনএ, কেরানীগঞ্জ : ঢাকা-মাওয়া মহাসড়কে (এক্সপ্রেস ওয়ে)  একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে  মো. অনিক (১৭) ও  মো. শাওন (১৮) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার  রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়। পরবর্তীতে সাথে থাকা অন্য বন্ধুরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠালে  সেখানে  শাওন রাত ৩টায় মারা যায়।

নিহত অনিক রাজধানীর মুগদার মানিকনগরের মো. ইদ্রিস মিয়ার  ছেলে এবং শাওন কুমিল্লার লাকসামের মনোহরগঞ্জের সাইফুল মিয়ার  ছেলে। শাওন মুগদার মানিকনগরে ভাড়া বাড়িতে থাকতো।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন,  মধ্যরাতে সড়ক দুর্ঘটনার শিকার  দুই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে পথিমধ্যেই একজনের ও হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই অপরজনের মৃত্যু হয়। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ