19 C
আবহাওয়া
৩:০০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ঠান্ডায় কাবু পঞ্চগড়, তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস

ঠান্ডায় কাবু পঞ্চগড়, তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস

শীতকাল

বিএনএ পঞ্চগড়: উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। তাপমাত্রার অবনতি আর কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পথঘাট। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে আবারও বাড়ছে শীত।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯ টায় এখানে তাপমাত্রা রেকর্ড হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, তাপমাত্রার অবনতি আর হাড়কাঁপানো শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। সময়মত কাজে যেতে পারছেন না তারা। বিপাকে যানবাহন চালকরাও। তাদেরকে সকালেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে গাড়ি নিয়ে চলাচল করতে হচ্ছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৯-১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করলেও আজ তা নেমে এসেছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। আগামী জানুয়ারির শুরুর দিকে তাপমাত্রা আরও কমার শঙ্কা রয়েছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ