30 C
আবহাওয়া
৩:৫৮ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » জাতির সব অর্জন আজ ভূলণ্ঠিত: মির্জা ফখরুল

জাতির সব অর্জন আজ ভূলণ্ঠিত: মির্জা ফখরুল

জাতির সব অর্জন আজ ভূলণ্ঠিত: মির্জা ফখরুল

বিএনএ,ঢাকা:সরকার নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ইভিএমে যে মার্কায়ই ভোট দেয়া হোক তা নৌকার ভোট হয়ে যায় বলেও দাবি করেন তিনি।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে মির্জা ফখরুল আরও বলেন,একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচন করে সরকার।আওয়ামী লীগ গগতন্ত্রে কখনো বিশ্বাস করেনি।মুখে গণতন্ত্রের কথা বললেও তারা সরসময় স্বৈরাচারে বিশ্বাসী।আওয়ামী লীগ সব সময় স্বৈরতন্ত্রকে সহায়তা করেছে।রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা প্রহসনের নির্বাচন করেছে।সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে।মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির সব অর্জন আজ ভূলণ্ঠিত।দেশের মানুষ আজ এক দলীয় শাসনের কাজে জিম্মি।গণতন্ত্র, ভোটাধিকার আজ ক্ষমতাসীনদের ইশারায় চলে।এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তির জন্য নতুন বছরে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন,আওয়ামী লীগ সরকারে এসে নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে।এই নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপির মহাসচিব বলেন,বাংলাদেশে লুটপাটের রাজনীতি শুরু হয়েছে।মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি চলছে।করোনার মধ্যে লুটপাট করে স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়েছে সরকার।ব্যাংক লুট করে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিক্ষোভ সমাবেশে আসতে নেতাকর্মীদের বাধা দেয়া হয়েছে।সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না দেখে বিরোধী দলের কোনো কর্মসূচি সহ্য করতে পারে না।তাই তারা বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা সৃষ্টি করে।এছাড়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে সবার নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

বছর ঘুরে ৩০ ডিসেম্বর এলেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপি। পালন করা হয় প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি।এবারও এর ব্যতিক্রম হয়নি।সকাল থেকেই  জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। ধীরে ধীরে নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে ওঠে প্রেস ক্লাব চত্ত্বর।এ সমাবেশে বিএনপির সিনিয়র নেতাদের অংশ নেওয়ার কথা থাকলেও দলের স্থায়ী কমিটির কোনো সদস্য এতে যোগ দেননি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ