17 C
আবহাওয়া
৬:২৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » শতাধিক যাত্রী নিয়ে চট্টগ্রামে নেপাল এয়ারলাইন্সের জরুরি অবতরণ

শতাধিক যাত্রী নিয়ে চট্টগ্রামে নেপাল এয়ারলাইন্সের জরুরি অবতরণ


বিএনএ, চট্টগ্রাম: ফায়ার ওয়ার্নিংয়ের কারণে শতাধিক যাত্রী নিয়ে নেপাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।কাঠমান্ডু থেকে ব্যাংকক যাচ্ছিল ফ্লাইটটি।

বুধবার(৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ওই ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে একটি সূত্র জানিয়েছে।

জানা গেছে, নেপাল থেকে শতাধিক যাত্রী নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। পথে ফায়ার ওয়ার্নিং দেখা দেয়ায় ওই ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার তসলিম আহম্মেদ জানান, প্লেনে ফায়ারিং এলার্ম বেজে উঠায় ওই ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ওই ফ্লাইটের সকল যাত্রী নিরাপদে রয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ