24 C
আবহাওয়া
২:৫৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ফিফা আরব কাপ আজ মঙ্গলবার শুরু

ফিফা আরব কাপ আজ মঙ্গলবার শুরু

ফুটবল খেলা

ফিফা বিশ্বকাপ ২০২২ শুরুর বছর আগে কাতারেই শুরু হচ্ছে ফিফা আরব কাপ(FIFA Arab Cup 2021)। ৪টি গ্রুপে বিভক্ত হয়ে ১৬টি দেশ টূর্ণামেন্টে অংশ নিচ্ছে।

আজ মঙ্গলবার(৩০নভেম্বর) প্রথম খেলা অনুষ্ঠিত হবে তিউনেশিয়া বনাম মৌরিতানিয়ার সঙ্গে। দ্বিতীয় খেলায় ইরাক মোকাবেলা করবে ওমানকে।

অংশগ্রহণকারী দেশ সমূহ হল

গ্রুপ এ : কাতার,ইরাক,ওমান,বাহরাইন
গ্রুপ বি : তিউনেশয়া,ইউএই,সিরিয়া,মৌরিতানিয়া
গ্রুপ সি : মরক্কো,সৌদিআরব,জর্দান,প্যালেষ্টাইন
গ্রুপ ডি : আলজেরিয়া,মিশর,লেবানন,সুদান

প্রতিটি টিম তিনটি করে ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল ১০ ও ১১ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে খেলবে।

সেখান থেকে বিজয়ি চারদল সেমিফাইনালে খেলবে। কাতারের জাতীয় দিবস ১৮ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

Qatar will host the FIFA Arab Cup 2021
Qatar will host the FIFA Arab Cup 2021 from Tuesday, just 12 months ahead of the World Cup 2022 which will be the first to take place in the Middle East.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আল জাজিরা জানায়, খেলায় অংশগ্রহণকারী দল সমূহের মধ্যে মরক্কো দলের আন্তর্জাতিক দাম বেশি। যার মূল্য ২৩৯মিলিয়ন ডলার। আলজেরিয়া ১৯৫মিলিয়ন,তিউনেশিয়া ৩৬মিলিয়ন বলে ফুটবল বিষয়ক ওয়েবসাইট Transfermarkt জানিয়েছে।

FIFA Arab Cup 2021 টূর্ণামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড় হলেন এজিপ্ট বা মিশরের ২৯বছরবয়সী মোহাম্মদ সালেহ। তার মার্কেট ভ্যালু ১১৩মিলিয়ন ডলার। যিনি লিভারপুল ক্লাবে খেলেন।

মরক্কোর আশরাফ হাকিমি( পিএসজি) এবং আলজেরিয়ার রিয়াদ মাহরেজ(মানচেষ্টার সিটি) এর মার্কেট ভ্যালু যথাক্রমে ৭৯মিলিয়ন ডলার ও ৪৭মিলিয়ন ডলার।

ফিফা আরব কাপ(FIFA Arab Cup 2021)  টূর্ণামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের গড় বয়স ২৭ বছর। তবে ৩৯বছর বয়সী মোয়াতাজ ইয়াসিন জর্ডানের পক্ষে এবং ১৭বছর বয়সী সামি তালেমসানি মরক্কোর পক্ষে খেলবেন বলে আশা করা হচ্ছে।

বিএনএনিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ