16 C
আবহাওয়া
৫:২৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » পুলিশের সাবেক ডিসি গ্রেপ্তার, আনা হচ্ছে ট্রাইব্যুনালে

পুলিশের সাবেক ডিসি গ্রেপ্তার, আনা হচ্ছে ট্রাইব্যুনালে

পুলিশের সাবেক ডিসি গ্রেপ্তার, আনা হচ্ছে ট্রাইব্যুনালে

বিএনএ, ঢাকা: গত জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার পুলিশের মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে এই প্রথম গ্রেপ্তার কাউকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে।

বুধবার (৩০ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল-নোমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

এর আগে, ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।

পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে গত ২৭ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারসহ অপর দুই বিচারকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ