33 C
আবহাওয়া
১০:০২ অপরাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » নাশকতার চেষ্টা, কক্সবাজারে ৫ মামলায় ৬৬ আসামি

নাশকতার চেষ্টা, কক্সবাজারে ৫ মামলায় ৬৬ আসামি


বিএনএ, কক্সবাজার: বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে কক্সবাজারে পৃথক ৫টি মামলা দায়ের করেছে পুলিশ। হরতাল ও তার পরবর্তী নাশকতা, সহিংসতা সৃষ্টির চেষ্টার দায়ে পুলিশ বাদী হয়ে কক্সবাজারের ৪টি থানায় এসব মামলা দায়ের করেছে। যেখানে বিএনপি ও জামায়াতের ৬০-৬৬ জন নেতা-কর্মীদের নাম উল্লেখ্য করে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হলেও তার সংখ্যা উল্লেখ করা হয়নি।

সোমবার দুপুরে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম এসব সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হরতালকে কেন্দ্র করে কক্সবাজারের বিচ্ছিন্নভাবে নাশকতার চেষ্টা চালানো হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ককটেল, ইট, লাঠি সহ নানা সরঞ্জাম উদ্ধার করেছে। এসব ঘটনায় কক্সবাজার সদরসহ ৪ টি থানায় পুলিশ বাদি হয়ে ৫ টি মামলা দায়ের করেছে।

তিনি আরও বলেন, বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে করা ৫টি মামলায় ৬০ থেকে ৬৬ জনের নাম উল্লেখ করে অন্যদের অজ্ঞাত রাখা হয়েছে। ঘটনাস্থলের ছবি, ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। এসব যাচাই-বাছাই করে অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বিএনএ/ ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ