24 C
আবহাওয়া
৯:০৩ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » “নিক্সন চোরকে বলে চুরি করো,পুলিশ কে বলে ধরো ধরো”

“নিক্সন চোরকে বলে চুরি করো,পুলিশ কে বলে ধরো ধরো”


বিএনএ, ফরিদপুর : ফরিদপুর–৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের (নিক্সন) সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ বলেন, ‘আপনারা অনেকে তার (নিক্সন) আসল রূপ জানেন না। সে চোরকে বলে চুরি করতে, আবার গৃহস্থকে বলেন সজাগ থাকতে। একটি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনে সে পাঁচজনকে চেয়ারম্যান বানানোর প্রতিশ্রুতি দেয়।’

ফরিদপুরের চরভদ্রাসনে এক উঠান বৈঠকে এ অভিযোগ করেন কাজী জাফর উল্যাহ। রোববার সকাল সাড়ে ১০টার থেকে বেলা ১টা পর্যন্ত চরভদ্রাসন সদর ইউনিয়নের আবদুল সিকদারের ডাঙ্গী গ্রামে ছাত্রলীগ নেতা মোকাদ্দেস হোসেন বাড়ির উঠানে এ সভার আয়োজন করা হয়।

মজিবুর রহমান গত দুই জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাফর উল্যাহকে হারিয়ে সংসদ সদস্য হন। চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর–৪ আসনে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ দলীয় প্রার্থী হওয়ার বিষয়ে আশাবাদী জাফর উল্যাহ। এ জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

এলাকার জনগণকে কতটা ভালোবাসেন, তার ব্যাখ্যা দিয়ে কাজী জাফরউল্যা বলেন, ‘আজ সারা দেশে বিএনপি হরতাল ডেকেছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সভা হবে, সবাইকে ঢাকায় থাকতে হবে। আমি আপনাদের এ সভার থাকব বলে আমি চলে এসেছি। আমি ভেবেছি প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং তো রোজ রোজ করতে পারব। তাই আমার স্ত্রীর আপত্তি অগ্রাহ্য করে হরতাল ভঙ্গ করে আমি এলাকায় চলে এসেছি। আপনারা যদি নৌকায় ভোট না দেন তাহলে কেন এত কষ্ট করব। আমি তো বালি বেচি না, টাকার লোভও করি না। এই টাকা দিয়ে আমি কী করব।’

কাজী জাফর উল্যাহ বলেন, ‘নিক্সন বলে কাজী পরিবার ৪০ বছর ধরে এ এলাকা শাসন করছে, অথচ এলাকার কোনো উন্নয়ন করেনি। ওরে নিক্সন আমার বাবা যখন ভাঙ্গা ডিগ্রি কলেজ করেছে, তখন তোমার জন্মও হয়নি। ওর যে উন্নয়ন করছে, তা তার ব্যক্তিগত উন্নয়ন। নিক্সন বলে গত ১০ বছর আমি এলাকার জন্য কিছু করিনি। ১০ বছর ধরে তো আমি ক্ষমতার বাইরে, তা ছাড়া এই ১০ বছর নিক্সনের গালি খেতে খেতে অস্থির।’

ফরিদপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমানের (নিক্সন) বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে কাজী জাফর বলেন, ‘এক চান্দ্রা ইউনিয়নের নিক্সন ১ হাজার ১০০ বিঘা জমি দখল করেছে। এর মধ্যে হিন্দু, সরকারি জমিসহ নানা ধরনের জমি রয়েছে। আমার এক শিক্ষকের সাত বিঘা জমি দখল করেছে নিক্সন। ওই জমিটুকু না নিতে ওই শিক্ষক নিক্সনকে অনুরোধ করেছিলেন। কিন্তু নিক্সন তা শোনেনি, এরপর ওই শিক্ষক মারা যান। নিক্সন এ এলাকার মানুষ না। তার জায়গা শিবচর, মাদারীপুরে অবস্থিত। সে তো এ এলাকার উন্নয়ন করবে না, উন্নয়ন করবে শিবচরের। সে তার পক্ষে কিছু লোক নামাইয়াছে আপনাদের মাথা কিনতে।’

উঠান বৈঠকে কাজী জাফর প্রতিশ্রুতি দেন, তিনি নির্বাচিত হলে প্রত্যেক বাড়িতে যাঁরা গ্র্যাজুয়েট হয়ে বেকার অবস্থায় বসে আছেন, তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। আগামী নির্বাচন নিয়ে এলাকাবাসীকে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘নিক্সন বলে, এলাকার মানুষ না হলেও তার চলবে। কেননা ভোট তো তার লাগে নাই। সে (নিক্সন) বলে বেড়ায় পুলিশ ও প্রশাসন ম্যানেজ করে ভোট নিয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা রক্ষা করার চেষ্টা করেন। যখন সময় থাকবে না, তখন কিছুই করার থাকবে না।’

বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা সলেমান সিকদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য আওয়ামী লীগের আহ্বায়ক ইসাহাক মিয়া। চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের তিন যুগ্ম আহ্বায়ক আহসানুল হক, মোশাররফ হোসেন ও বেলায়েত হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান।

বিএনএনিউজ/সাজ্জাদ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ