31 C
আবহাওয়া
৫:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৪
Bnanews24.com
Home » দক্ষিণ আফ্রিকাকে ১৩৪ রানের টার্গেট দিলো ভারত

দক্ষিণ আফ্রিকাকে ১৩৪ রানের টার্গেট দিলো ভারত

১৩৪ রানের টার্গেট দিলো ভারত

বিএনএ, স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ৮.৩ ওভারে স্কোর বোর্ডে ৪৯ রান জমা করতেই ভারত হারায় প্রথমসারির ৫ ব্যাটসম্যানের উইকেট।

লুঙ্গির গতির শিকার হয়ে একের পর এক সাজঘরে ফেরেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (১৫), অন্য ওপেনার লোকেশ রাহুল (৯)। লুঙ্গির বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন ভারতের এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া।

সুরাইয়া কুমার যাদব
৪০ বলে ৬৮ রানের ইনিংস খেলেন সুরাইয়া কুমার যাদব

৮.৩ ওভারে ৪৯ রানে রোহিত, রাহুল, কোহলি, দীপক হুদা ও পান্ডিয়ার উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে হাল ধরেন সুরাইয়া কুমার যাদব। দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে একাই লড়েন। এসময় তাকে সঙ্গ দেন দীনেশ কার্তিক। ৬ রান নেওয়া দীনেশ কার্তিক আউট হলে ভাঙ্গে তাদের ৫২ রানের জুটি। দীনেশ কার্তিকের পর মাঠে নামেন রবিচন্দ্রন অশ্বিন। ১১ বলে ৭ রান নিয়ে বিদায় নেন রবিচন্দ্র। পার্নেলের বলে ক্যাচ তুলে দিলে থামে রবিচন্দ্রের ব্যাটিং তান্ডব। ৪০ বলে ৬৮ রানের ইনিংসটি ৬টি চার ও ৩টি ছক্কা দিয়ে সাজানো। নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রান করে ভারত।

লুঙ্গি এনগিদি ২৯ রান খরচায় নেন ৪ উইকেট

দক্ষিণ আফ্রিকার পক্ষে লুঙ্গি লুঙ্গি একাই নেন ৪ উইকেট। এছাড়া পার্নের ৩ টা ও অ্যানরিচ নর্টজে একটি উইকেট নেন।

রোববার অস্ট্রেলিয়ার পার্থে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত।

দিনের অপর খেলায় :

নেদারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের বড় জয়

জিম্বাবুয়ের বিরুদ্ধে নাটকীয় ৩ রানে জিতলো বাংলাদেশ

বিনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ