17 C
আবহাওয়া
১:২০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে জিতল রিয়াল

ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে জিতল রিয়াল

ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে জিতল রিয়াল

বিএনএ,স্পোর্টসডেস্ক : লা লিগায় এলচেকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (৩০ অক্টোবর) প্রতিপক্ষের মাঠ ম্যানুয়েল মার্টিনেজ ভ্যালেরোতে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে গোল করেন ভিনিসিউস জুনিয়র। ম্যাচের শেষের দিকে পেরে মিয়া গোল করে ব্যবধান কমায় এলচের।

তৃতীয় মিনিটে এগিয়ে যেতে পারত কার্লো আনচেলত্তির দল। এলচের ডি-বক্সের বাইরে থেকে রদ্রিগোর জোরালো শট গোলরক্ষক কিকো কাসিয়া ঝাঁপিয়ে ফেরালে গোল বঞ্চিত হয় রিয়াল । ২০তম মিনিটে পাল্টা আক্রমণে লুকাস বোয়ের জোরালো শট রুখে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।

ম্যাচের ১৬ তম মিনিটে  চোট পেয়ে মাঠ ছাড়ে রিয়ালের রদ্রিগো। বদলি নামেন মার্কো আসেনসিও।

আসেনসিও নেমে গতি আরও বাড়ায় তারা। ২২ তম মিনিটে গোলের দেখা পায় রিয়াল। মারিয়ানোর দারুণ ফ্লিকে বল পেয়ে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে গোলটি করেন ছন্দে থাকা ভিনিসিউস।

গোল হজমের পাঁচ মিনিট পর স্বাগতিকদের সমতায় ফেরার ভালো একটি সুযোগ নষ্ট হয়। সতীর্থের ক্রসে লুকাস পেরেসের ওভারহেড কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় রিয়াল।

ম্যাচের ৬৬ তম মিনিটে  রাউল গুতি লাল কার্ড দেখলে বড় ধাক্কা খায়  এলচে।

দশ জনে পরিণত হওয়া এলচে চেপে ধরে ৭৩ তম মিনিটে আবারও ভিনিসিউস গোল করলে ২-০তে এগিয়ে যায় রিয়াল। ম্যাচের শেষের দিকে স্বাগতিকদের হয়ে রিয়ালের জালে বল জড়ায় পেরে মিয়া।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ