24 C
আবহাওয়া
৫:১৩ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » রাউজানে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

রাউজানে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

রাউজানে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

বিএনএ, রাউজান (চট্টগ্রাম) : রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, জননেত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের জন্য যা করেছে তা কোন সরকার করেনি। পুলিশ জনগণের বন্ধু। পুলিশের পাশাপাশি জনগণকে সচেতন থাকতে হবে। প্রতিটি জনগণ নিজেদের একজন পুলিশ মনে করে দেশের স্বার্থে ভুমিকা রাখতে হবে।

শনিবার(৩০ অক্টোবর)  দুপুরে রাউজান থানা আয়োজিত উপজেলা একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আফরুজুল হক টুটুল।
কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, ইউএনও জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

রাউজান থানার উপপরিদর্শক নাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন রাউজান থানা পুলিশের অফিসার,স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকরা।

বিএনএ/ শফিউল আলম, ওজি

Loading


শিরোনাম বিএনএ