27 C
আবহাওয়া
৪:৫৬ অপরাহ্ণ - মে ৬, ২০২৫
Bnanews24.com
Home » বিদেশে পাচার: ২৩ নারী উদ্ধার, গ্রেপ্তার ১১

বিদেশে পাচার: ২৩ নারী উদ্ধার, গ্রেপ্তার ১১

বিদেশে পাচার: ২৩ নারী উদ্ধার, গ্রেপ্তার ১১

বিএনএ, ঢাকা: রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ জন নারীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় পাচারের সাথে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ নারীকে উদ্ধার করা হয়েছে।তারা ভারত ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার হচ্ছিলেন। এসময় পাচার চক্রের সঙ্গে জড়িত ১১ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে  এএসপি আ ন ম ইমরান খান আরও জানান।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ