বিএনএ, বিশ্বডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার ভোরে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন।
কাবুলের পশ্চিমাংশের শিয়া হাজারা গোষ্ঠীর অধ্যুষিত এলাকায় হামলাটি চালানো হয়। তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ। এর আগে বিভিন্ন সময় ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী কাবুলের এই হাজারা এলাকায় অনেকগুলো প্রাণঘাতী হামলা চালিয়েছিল।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান জানান, সরকারি হিসাবে ১৯ জনের মৃত্যু ও ২৭ জন আহত হয়েছেন। একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলাটি চালানো হয়েছে, সেখানে তখন প্রবেশিকা পরীক্ষা চলছিল।
অন্যদিকে ক্ষমতাসীন তালেবানের একটি সূত্র জানিয়েছে, হামলায় ৩৩ জন নিহত হয়েছেন এবং নিহতদের মধ্যে ছাত্রীরাও রয়েছে।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের দখল নেয় তালেবান। এর পর থেকে সশস্ত্র গোষ্ঠীটি দাবি করেছিল যে, তারা কয়েক দশকের যুদ্ধের পর দেশকে সুরক্ষিত করছে।
কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে বহু মসজিদ এবং বেসামরিক এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটছে।
বিএনএ/এমএফ