18 C
আবহাওয়া
১২:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর খুন

রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর খুন


মেডিকেল প্রতিবেদক: রাজধানীর কাঁঠালবাগান মসজিদ গলিতে শিপন মিয়া (১৫) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বাধীন নামের আরেক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রাত আনুমানিক ১১টার দিকে শিপন নামের এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। স্বাধীন মাদকাসক্ত বলে জানা যায়। এই ঘটনায় স্বাধীনের বাবা মা পুলিশ হেফাজতে রয়েছে। নিহত শিপন ওই এলাকাতেই থাকতো। তার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

শিপনের বাবা মজিবুর মিয়া বলেন, রাত ১০টার দিকে শিপনকে স্বাধীন নামের স্থানীয় এক কিশোরের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখেন তিনি। রাত ১০টার পর তার কাছে খবর আসে শিপনকে কুপিয়েছে স্বাধীন। রক্তাক্ত অবস্থায় শিপনকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিপনকে আনার পরপরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/ আহক/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ