20.7 C
আবহাওয়া
৪:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » Bnanews24সহ আরও ২৩টি অনলাইন নিউজ পোর্টাল অনুমোদন পেল

Bnanews24সহ আরও ২৩টি অনলাইন নিউজ পোর্টাল অনুমোদন পেল

নিউজ পোর্টালের তালিকা

বিএনএ, ঢাকা: অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রাণালয় বৃহস্পতিবার(৩০সেপ্টেম্বর) বাংলাদেশ নিউজ এজেন্সির(বিএনএ) এর নিউজ পোর্টাল বিএনএনিউজ২৪ ডটকম(bnanews24.com)সহ আরও ২৩টি নিউজ পোর্টালকে তৃতীয়ধাপে রেজিস্ট্রেশনের জন্য অনুমতি প্রদান করেছে। একই সাথে দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল হিসেবে আরও ৬২টি পোর্টালকে রেজিস্ট্রেশনের জন্য অনুমতি দেয়া হয়।

উল্লেখ, বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ) ১৯৯২সালে প্রতিষ্ঠিত হয়। দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি সংবাদ সংস্থা হিসেবে জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র সমূহে প্রথম বাংলা নিউজ সার্ভিস শুরু করে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের ঢাকা ব্যুারোর সাবেক প্রধান মুক্তিযোদ্ধা সাংবাদিক নিজাম উদ্দিন আহমদ এ সংবাদ সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক।বর্তমানে বিএনএ সংবাদ সংস্থার প্রকাশক  হিসেবে দায়িত্ব পালন করছেন জাকির হোসেন সম্পাদকের দায়িত্ব পালন করছেন  মিজানুর রহমান মজুমদার,উপদেষ্ঠা সম্পাদক  বিপ্লব রহমান পোর্টালের উপদেষ্ঠা হিসেবে রয়েছেন এম নুরুল হোসেন, মো. হাদিদুর রহমান, এম রবিউল হোসেন এবং বিপ্লব রহমান।

 

সরকার অনুমোদিত নিউজ পোর্টালের তালিকা

এখন পর্যন্ত সরকারের অনুমোদন পেয়েছে সর্বমোট ১০৮টি অনলাইন নিউজপোর্টাল। আর দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল হিসেবে অনুমোদন পেয়েছে মোট ১৫৪টি পোর্টাল।

সরকার অনুমোদিত নিউজ পোর্টালের তালিকা
সরকার অনুমোদিত নিউজ পোর্টালের তালিকা

৩০সেপ্টেম্বর রেজিস্ট্রেশনের জন্য অনুমতি প্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল সমূহ হল:

০১. বিএনএনিউজ২৪ ডটকম, ৩১/ক সরকার বাড়ি লেন,গুলশান ঢাকা।

০২.আজকের সিলেট ডটকম

০৩.লয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম

০৪.তরঙ্গনিউজ ডটকম

০৫.পল্লিনিউজ ডটকম

০৬.টেকশহর ডটকম

০৭.এবিসিবার্তা ডটকম

০৮.করপোরেট সংবাদ ডটকম

০৯.শেয়ারবিজনেস২৪ ডট কম

১০.ঢাকা রিপোর্ট২৪ ডটকম

১১.নিউটার্ণ২৪ ডটকম

১২. বাঙলাধারা২৪ ডটকম

১৩.মেঠোপথ ডটকম

১৪.সিলেট প্রতিদিন ২৪ ডটকম

১৫.রিপোর্ট৭১ ডটকম

১৬.ওলিপুর ডটকম

১৭.ঢাকা টুডে ডটকম

১৮.ডায়মন্ডনিউজ২৪ ডটকম

১৯.বৈশাখিনিউজ২৪ ডট নেট

২০.শ্যামলবাংলা২৪ ডটকম

২১.বিজনেসআওয়ার২৪ ডটকম

২২.দৈনিকবার্তা ডটকম

২৩.প্রতিদিনেরচিত্রবিডি ডটকম

ইতোপূর্বে রেজিস্ট্রেশন প্রাপ্ত পোর্টালগুলো হল:

সরকারি অনুমোদন পাওয়া অনলাইন নিউজপোর্টালগুলো হল:

গত বছরের ৩০ জুলাই প্রথম ধাপে ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে অনুমোদন দেয় সরকার। তখন অনুমোদন পায় বিডিমর্নিং ডটকম, বাংলা ট্রিবিউন, সংবাদ প্রতিদিন২৪ ডটকম, টাইম বাংলা নিউজ ডটকম, বিডি২৪ লাইভ ডটকম, ইউনাইটেড নিউজ ২৪ ডটকম, নিরাপদ নিউজ ডটকম, ইপিবিডি ডটকম, দ্য মেইল বিডি ডটকম, ইউ একাত্তর নিউজ ডটকম, কারেন্ট নিউজ ডটকম ডটবিডি, লেটেস্ট নিউজ বিডি ডটকম, সময়ের চিত্র ডটকম, বার্তা৭১ ডটকম, দ্যা রিপোর্ট ২৪ ডটকম, নিউজ জার্নাল২৪ ডটকম, আওয়ার নিউজ বিডি ডটকম, বিডিলাইভ ২৪ ডটকম, বাংলাদেশ২৪ অনলাইন ডটকম, দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেস বিডি ডটকম, উত্তরণ বার্তা ডটকম, জাগো বার্তা ডটকম, হট নিউজ২৪ বিডি ডটকম, শেয়ার নিউজ২৪ ডটকম, জাগোনিউজ ডটকম, ওমেন আই ২৪ ডটকম, গ্রিনওয়াচ বিডি ডটকম, সি নিউজ ভয়েস ডটকম, এবিনিউজ ২৪বিডি ডটকম, আওয়ার নিউজ ২৪ ডটকম, বার্তা বাজার ডটকম, রাইজিং বিডি ডটকম, বর্তমান খবর ডটকম, ঢাকা ডিপ্লোমেট ডটকম, ই বার্তা ২৪ ডটনেট, জুম বাংলা ডটকম।

গত বছরের দ্বিতীয়ধাপে ২৯ নভেম্বর অনুমোদন পেয়েছে আরও ৫১টি অনলাইন নিউজ পোর্টাল। সেগুলো হলো- বিডিনিউজ২৪.কম, বাংলানিউজ২৪.কম, বার্তা২৪.কম, সারাবাংলা.নেট, নিউজবাংলা২৪.কম, নিউজনেক্সটবিডি.কম, বিডিজার্নাল.কম, ঢাকা জার্নাল.কম, বাংলা ইনসাইডার.কম, একুশে পত্রিকা.কম, রেডটাইমস.কম.বিডি, এবিনিউজ২৪.কম, ডেইলি বাংলাদেশ.কম, বাংলারখবর২৪.কম, ভাওয়ালনিউজ২৪.কম, নিউজফ্ল্যাশ২৪বিডি.কম, ভিনিউজবিডি.কম, লালসবুজেরকণ্ঠ.কম, ঢাকানিউজ২৪.কম, এনার্জিবাংলা.কম, হাওয়ারবার্তা২৪.কম, মুক্তিনিউজ২৪.কম, সুখবর.কম, মাগুরা প্রতিদিন.কম, বিডিসমাচার২৪.কম, আমার হেলথ.কম, এশিয়ানমেইল২৪.কম, আইনিউজ.কম, জয়নিউজবিডি.কম, নিউজ জি২৪.কম, একুশেসংবাদবিডি.কম, ডেইলিক্যাম্পাস.কম, এমপিনিউজ.কম.বিডি, সবুজবাংলাদেশ.কম, ডেইলিলোকালয়.কম, ই-বার্তা২৪৭.কম, ডিজিটালখবর.কম, সিএনআইবিডি.নেট, নিউজ টু নারায়ণগঞ্জ.কম, নিউজ২৪বিবিডি.নেট, পিপিবিডি.নিউজ, বাংলাদেশবুলেটিন.কম, পাঙ্কুরিনিউজ.কম, সময়ের কণ্ঠস্বর.কম, শুভপ্রতিদিন.কম, চট্টগ্রামপ্রতিদিন.কম, আনন্দপত্র.ইনফো, বাংলাদেশগ্লোবাল.কম, বাংলা৫২নিউজ.কম, নিউজগার্ডেনবিডি.কম ও নিউটার্ন২৪.কম।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ