বিএনএ, চট্টগ্রাম : গত আট মাসে (জানুয়ারি-আগস্ট) ৭৩৫ জন অসহায় বিচার প্রার্থীকে আইনি সহায়তা প্রদান করেছে চট্টগ্রা জেলা লিগ্যাল এইড অফিস। এসময় লিগ্যাল এইড এর সহায়তার পরিচালিত ২৪৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। বর্তমানে ৭৪৩৭টি ফৌজদারি, ১৪৭৭টি পারিবারিক এবং ৪৬৬টি দেওয়ানি মামলাসহ ৯৩৮০টি মামলা লিগ্যাল এইড এর সহায়তায় বিচারাধীন রয়েছে। একই সময়ে ২৭১টি এডিআর (প্রি-কেইস) এর উদ্যোগ নেওয়া হয় এবং ১৮৩টি বিরোধ নিষ্পত্তি করা হয়। এছাড়া প্রি-কেইস এডিআর/বিরোধ মীমাংসার মাধ্যমে একই সময়ে ৩১ লাখ ৫ হাজার টাকা আদায় ক্ষতিগ্রস্ত পক্ষকে প্রদান করা হয়েছে।
“বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়।” জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সমাজের অসহায়, ন্যায় বিচারের সুফল থেকে বঞ্চিত অসহায় ও হত-দরিদ্র বিচার প্রার্থী জনগণের আইনগত অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এর মাধ্যমে সরকারি আইনি সহায়তা শুধুমাত্র মামলার মধ্যে সীমাবদ্ধ ছিল।
দেশের আদালতগুলো মামলার ভারে ভারাক্রান্ত। মামলা জট ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্তরায়। আদালতে বিদ্যমান মামলা জট নিরসন বিচার বিভাগ তথা সরকারের বর্তমান একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার বিকল্প পদ্ধতিতে বিরোধনিষ্পত্তি (এডিআর) কার্যক্রম হাতে নিয়েছে।
এডিআর কার্যক্রমের মাধ্যমে সরকার মামলায় না গিয়ে দু,পক্ষকে সালিসী প্রক্রিয়ায় একজন বিচারকের মধ্যস্থতায় বিরোধ মীমাংসার কার্যক্রম গ্রহণ করেছে। এতে সিনিয়র সহকারী জজ পদমর্যাদার একজন বিচারককে পূর্ণকালীন জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে নিয়োগ প্রদান করেছেন। লিগ্যাল এইড অফিসার’র মধ্যস্থতায় আপস মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি সরকারের একটি ফলপ্রসু উদ্যোগ।
চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রাজিয়া সুলতানা বলেন, আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সরকারের রুপকল্প-২০২১‘‘ডিজিটাল বাংলাদেশ” গড়ার লক্ষ্যমাত্রা নিয়ে নাগরিক সেবার সাথে সম্পৃক্ত সরকারি আইনি সেবা সহজিকরণের উদ্দেশ্যে সরকার কতিপয় উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় ২০১৮ সাল থেকে ৬৪ জেলায় “লিগ্যাল এইড অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার” এর কার্যক্রম শুরু হয়।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রসার কল্পে সরকার তথা জাতীয় সংস্থা আন্তরিকভাবে কাজ করছে। সরকারের মহৎ উদ্যোগ বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ফলশ্রুতিতে অসহায়, দরিদ্র, নির্যাতিত বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে।
এ কার্যক্রমে কমিটির বিজ্ঞ প্যানেল আইনজীবীদের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকলে চট্টগ্রাম জেলার লিগ্যাল এইড কার্যক্রম অধিকতর জনবান্ধব ও ফলপ্রসু হবে বলে প্রত্যাশা করেন তিনি।
ভার্চ্যুয়াল মাসিক সভা : মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটি ভার্চ্যুয়াল মাসিক সভা অনুষ্ঠিত হযেছে। এতে সভাপতির বক্তব্য দেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস ওয়াহিদ। জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রাজিয়া সুলতানা’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. এ এইচ এম জিয়া উদ্দিন, সিনিয়র জেল সুপার মো. সফিকুল ইসলাম খান, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, বিবিএফ এর প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, ইউএসএআইডি ডেমেক্রেসি ইন্টারন্যাশনাল(পিপিজে প্রকল্প) প্রোগ্রাম অফিসার মো. ইসমাইল।
সভায় অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা সিভিল সার্জন শেখ মো. ফজলে রাব্বী, সহকারী কমিশনার গালিব চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নুরুল হায়দার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক সাঈদ হাসান, জেলা শিশু কর্মকতা ও জাতীয় মহিলা আইনজীবী সমিতি চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট দিল আফরোজ, প্রবেশন অফিসার সমাজ সেবা পারুমা বেগম, প্রশিকার বিভাগীয় সমন্বয়কারী অজয় মিত্র, ইপসার ফোকাল ফার্সন মো. আবদুল সবুর, জিআইজেড বাংলাদেশ এর ডিপিও এডভোকেট. আল-হুরাইন তাজ মিহির, ঘাসফুল কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, বিএনডব্লিউএলএ সিমস্ প্রকল্পের জেলা সমন্বয়কারী আরমান হোসেন আরিফ, ইউএনডিপি লিগ্যাল ইন্টার্ন এডভোকেট মো. মোর্শেদ, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ২৪.কম/আমিন