26 C
আবহাওয়া
৮:৪১ পূর্বাহ্ণ - মে ২৭, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় গেল আরও সাড়ে ৮ হাজার প্রাণ

করোনায় গেল আরও সাড়ে ৮ হাজার প্রাণ

করোনায় বিশ্বে আরও ৭ হাজারের বেশি প্রাণহানি

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৫ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ লাখ ৮৮ হাজার ২১৮ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৬৬৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২১ কোটি ৮ লাখ ৭৭ হাজার ২৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৭৫৮ জন। এর আগের দিন করোনায় মারা যান ৭ হাজার ৯২৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৮৭২ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৪ লাখ ২৬ হাজার ৫৩৫ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৪১ লাখ ৯৯ হাজার ৪৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ১৩ হাজার ৯৫৩ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ১৮৮ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৯০ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৪৮৭ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৪ হাজার ৯৬২ জন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ