বিএনএ, ক্রীড়া ডেস্ক :শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মোহাম্মদ নবির সঙ্গে টসে জয় হলো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানেরই এবং টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।পিচ রিপোর্টে ধারাভাষ্যকার রাসে আর্নল্ডও বলছিলেন, টস জিতলে আগে বোলিং করা উচিত। কিন্তু বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে আগে নিলেন ব্যাটিং।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। মোহাম্মদ নবীদের এমন মারমুখো সূচনা দেখে অনেকটাই শঙ্কায় বাংলাদেশের ভক্ত-সমর্থকরা।
২০১৭ সালের এই দিনে সাকিব আল হাসানের ৫০তম টেস্ট শেষ হয়েছিল। ৫ বছর পর ঠিক এই দিনে সাকিব খেলতে নামছেন তার শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি।
বাংলাদেশের হয়ে এই মাইলফলকে পা রাখতে পেরেছেন কেবল আর দুজন। এই ম্যাচের আগে মাহমুদউল্লাহ খেলেছেন ১১৯ ম্যাচ, মুশফিকুর রহিম ১০০টি। বিশ্ব ক্রিকেটে সাকিবের আগে টি-টোয়েন্টি ম্যাচ খেলার সেঞ্চুরি হয়েছে আর ১৪ জনের।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দেওয়ার পর তৃপ্তির ঢেকুঁর তুলললেও অতিআত্মবিশ্বাসী হয়ে আফগানরা বিপদ ডেকে আনতে চায় না ।
ম্যাচের আগের দিন তারকা লেগ স্পিনার রশিদ খান বলেন, আগের ম্যাচ তাদের কাছে এখন অতীত। নতুন দিনে নতুন প্রয়াস নিয়ে তারা মাঠে নামতে চান বাংলাদেশের বিপক্ষে, উজাড় করে দিতে চান নিজেদের সেরাটা।
বিএনএ/ ওজি