21 C
আবহাওয়া
১১:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » করোনাভাইরাস আপডেট বাংলাদেশ : ২৪ ঘণ্টায় ৯৪ মৃত্যু

করোনাভাইরাস আপডেট বাংলাদেশ : ২৪ ঘণ্টায় ৯৪ মৃত্যু


বিএনএ, ঢাকা: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১০৯ জনে। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৭২৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ৯৩০ জনে।

করোনায় আজকে মৃতের সংখ্যা কত

সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য  স্বাস্থ্য অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন :বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে 

গত ২৪ ঘণ্টায় মোট ৩০ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।

বাংলাদেশে করোনায় প্রথম মৃত্যু

দেশে গতবছরের ৮ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোভিড-১৯ রোগে প্রথম একজনের মৃত্যু ঘটে।

বিএনএনিউজ/মনির,জিএন

Loading


শিরোনাম বিএনএ