29 C
আবহাওয়া
৩:২৪ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » বরিশালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

বরিশালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

বিএন এ বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুলাই) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।

ডেঙ্গুতে মৃত অজুফা বেগম (৫৫) ঝালকাঠির বাউকাঠি এলাকার বারেক মৃধার স্ত্রী। শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, গত ২৮ জুলাই বিকালে অজুফা বেগম হাসপাতালে ভর্তি হন। ভর্তির ঘণ্টাখানেক পর তার মৃত্যু হয়।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন ও ভোলা সদর হাসপাতালে একজন।”

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয়টি জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৯১ রোগী। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬২ রোগী ভর্তি হয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার পর্যন্ত এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২৩ রোগী। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার ৩৭০ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ১৪০ জন। মারা গেছেন সাতজন।

গত ২৪ ঘণ্টায় ৪২ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১২৯ রোগী। মোট ভর্তি হয়েছিলেন ৫০৩ রোগী। ছাড়পত্র নিয়েছেন ৩৭৪ জন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৯ রোগী ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ৪৫২ রোগী ভর্তি রয়েছেন। ছাড়পত্র নিয়েছেন ৩৮৫। চিকিৎসাধীন রয়েছেন ৬৭ রোগী।

বরিশাল সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ রোগী। চিকিৎসাধীন রয়েছেন ১৩৪ জন। এ হাসপাতালে মোট ভর্তি হয়েছিলেন ৫৮৮ জন। ছাড়পত্র নিয়েছেন ৪৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় ২৪ রোগী পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ রোগী। এ হাসপাতালে মোট ভর্তি হয়েছিলেন ৬৫৮ জন। এর মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৫৫৯ জন।

ভোলা সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৪ জন। এ হাসপাতালে মোট ভর্তি হয়েছিলেন ৪৯০। এর মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৪২৫ জন। মারা গেছেন একজন।

বরগুনা সদর হাসপাতালে ১৩ রোগী ভর্তি হয়েছেন গত ২৪ ঘণ্টায়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮২ রোগী। এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ৪৭২ জন। এর মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৩৯০ জন।

গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি সদর হাসপাতালে কোনো ভর্তি নেই। চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৩৪ জন। এর মধ্যে ১০৯ জন ছাড়পত্র নিয়েছেন।

বিএনএ/সাইয়েদ কাজল /এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ