25 C
আবহাওয়া
৬:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় একদিনে আরও ১০ হাজারের বেশি প্রাণহানি

করোনায় একদিনে আরও ১০ হাজারের বেশি প্রাণহানি

করোনায় আরও ১০ হাজারের বেশি প্রাণহানি

বিএনএ বিশ্বডেস্ক : করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১০ হাজারের বেশি প্রাণহানি হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৫৯ হাজার ৮৭৩ জন।শুক্রবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যে জানা গেছে,গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৩৫৬ জন মারা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ৪২২। এর মধ্যে মারা গেছে ৪২ লাখ ১৩ হাজার ৮৭২ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ১৯২ জনের। এদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ২৮ হাজার ৪৮৭ জন।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৭১ হাজার ২৯৫ জন। এদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৩ হাজার ২৪৪ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৪ হাজার ৬২৬ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৩৬৯।

তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ১৮ হাজার ৫০২। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫৬ হাজার ৯৭৭ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫৫ লাখ ৬৮ হাজার ৩৬৩ জন।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৬ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনে।। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ২৫৫ জন। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ