বিএনএ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাড়ে ৩ বছর পর দলে ফিরেছেন অফস্পিনার মেহেদী মিরাজ। আর ইনজুরি কাটিয়ে দলে জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ।
ইনজুরির কারণে দল থেকে আগেই বাদ পড়েন শহিদুল ইসলাম। বোলিং ফিটনেস না থাকায় শেষ হয় মোহাম্মদ সাইফউদ্দিনের উইন্ডিজ সফর। উইন্ডিজ সফরে গিয়ে প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে আগেই দেশে ফেরেন ইয়াসির আলি রাব্বি।
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের অধীনে ওপেনিংয়ে লিটন, বিজয় ও মুনিম শাহরিয়ার আছেন। টপ আর মিডিল অর্ডার সামলাবেন সাকিব আল হাসান, আফিফ, সোহান, মোসাদ্দেকরা। পেস বোলিংয়ে মোস্তাফিজ-শরিফুলের সাথে যোগ হয়েছেন তাসকিন। আর স্পিনে সাকিবের সাথে আছেন মিরাজ, শেখ মেহেদি ও নাসুম আহমেদ।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
৩ ম্যাচ সিরিজের প্রথম প্রথম টি-টোয়েন্টি ডমিনিকায় ২ জুলাই। পরদিন একই ভেন্যেতে হবে দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে গায়ানায় ৭ জুলাই।
বিএনএ/ এ আর