বিনোদন ডেস্ক: সকল জল্পনা কল্পনা শেষে আবারো কাজে ব্যাস্ত হলেন ঢাকার সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী। এক সময়ের তুমুল ব্যস্ত বহু সুপারহিট সিনেমার নায়িকা মৌসুমীর রয়েছে দুই যুগের বেশী সময়ের ক্যারিয়ার।
দেশের বাহিরে থাকার কারনে নিয়মিত কাজে ফিরতে পারেন নাই। তাই দীর্ঘ বিরতি শেষে বুধবার(২৯জুন) এফডিসিতে সোনার চর সিনেমার ডাবিং ফিরেছেন মৌসুমী।মাঝখানে জায়েদ খান, ওমর সানি বিরোধে কিছুটা সমালোচিত হয়েছিলেন তিনি।
অভিনেত্রী মৌসুমী বলেন, সোনার চর একটি জীবন ঘনিষ্ঠ সিনেমা। এই সিনেমায় মহান স্বাধীনতা যুদ্ধের পরে ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সপরিবারে হত্যার পর জিয়া সরকার ও স্বাধীনতা বিরোধী শক্তি দেশে যে অত্যাচার নিপিড়ন চালিয়েছে সেই গল্প নিয়ে তৈরি এই সিনেমা। দর্শকদের মনকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প।
এক্সেল ফিল্মস এর ব্যানারে নির্মিত জাহাঙ্গীর সিকদার প্রযোজিত সোনার চর সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। চিত্রায়নে আছেন রিপন রহমান খাঁন,প্যানেল পরিচালক তৈসিফ সায়িদ,প্রধান সহকারি পরিচালক গাজী জাকির হোসেন।
এ ছবিতে আরো অভিনয় করেছেন ওমর সানি, শহিদুজ্জামান সেলিম, শবনম পারভিন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, শিখা কর্মকার, শিউলি, স্নিগ্ধা ও জায়েদ খান।
কোকিলা নামে নতুন আরেকটি সিনেমার শুটিং শুরু করবেন মৌসুমী। গাজীপুর জেলার একটি গ্রামে শুটিং চলবে টানা এক সপ্তাহ।
বিএনএ/ রিপন রহমান খাঁন