27 C
আবহাওয়া
১২:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » পদত্যাগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

পদত্যাগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী


বিএনএ, বিশ্বডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন উদ্ধব ঠাকরে। শুধু মুখ্যমন্ত্রীর পদই নয়, এদিন বিধান পরিষদ থেকেও পদত্যাগ করেন তিনি।

বুধবার (২৯ জুন) ফেসবুক লাইভে পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন এই শিব সেনা ‘প্রধান’। নিজের ভাষণে ‘বিদ্রোহী’দের বার্তা দেওয়ার সময় স্পষ্টতই আবেগী হতে দেখা যায় উদ্ধবকে।

বিদ্রোহী শিবির অর্থাৎ একনাথ শিণ্ডেদের উদ্দেশ্যে দেয়া বার্তায় উদ্ধব ঠাকরে বলেন, আপনাদের রাগ কার ওপর। কোনো প্রকার সমস্যা হলে আপনারা ‘মাতোশ্রী’তে আসতে পারতেন। সুরাট বা গুয়াহাটি যাওয়ার প্রয়োজন কী ছিল?

এসময় তিনি আরও বলেন, আমি ইস্তফা দিচ্ছি। আমি মহারাষ্ট্রের মানুষের আশীর্বাদ পেয়েছি। এটাই আমার জন্য অনেক।

এদিন সুপ্রিম কোর্ট রায় দেয়, বৃহস্পতিবারই (৩০ জুন) বিধানসভায় আস্থাভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ‘মহা বিকাশ আগাড়ি’ সরকারকে। বেলা ১১টার সময় বিধানসভায় আস্থাভোট প্রক্রিয়া শুরু হবে। আস্থাভোট শেষ করতে হবে বিকেল ৫টার মধ্যে বলে নির্দেশ দেয় আদালত। এর পরেই পদত্যাগের ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, ২০ জুন বিধান পরিষদ নির্বাচনে মহারাষ্ট্রের শাসক জোটের ফল খারাপ হওয়ার পর শিবসেনার ২০ জনের মতো বিধায়কসহ শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে আসামে গিয়ে ওঠেন একটি হোটেলে। সেখানে থেকে তারা বিধানসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠ দাবি করে আস্থা ভোট আয়োজনের দাবি জানিয়ে আসছিলেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ