25 C
আবহাওয়া
৩:০১ অপরাহ্ণ - মে ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ভারতে ২৪ ঘণ্টায় ৮১৭ মৃত্যু

ভারতে ২৪ ঘণ্টায় ৮১৭ মৃত্যু


বিএনএ ডেস্ক : ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে আক্রান্ত হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি এই খবর দিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে ৮১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মহামারিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৯৮ হাজার ৪৫৪ জনে।

একই সময়ে ১৯ লাখ ৬০ হাজার ৭৫৭টি নমুনা পরীক্ষা করে করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪৫ হাজার ৯৫১ জন। গতকাল (২৯ জুন) আক্রান্ত হয়েছিল ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি তিন লাখ ৬২ হাজার ৮৪৮ জন।

তবে ভারতে সুস্থতার হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৬০ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাস থেকে সুস্থ হয়েছে।দেশটির কয়েকটি প্রদেশে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট, কেরালা, অন্ধপ্রদেশ, তামিল নাড়ু, উড়িষ্যা, রাজস্থান এবং জম্মু-কাশ্মীরে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ