বিএনএ, ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় আগামী ৫ জুন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকের সমর্থনে মতবিনিময় সভা করেছেন বীর মুক্তিযোদ্ধারা। সোমবার (২৭ মে) বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার।

ঘোপাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র এম মোস্তফা, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি জুলেখা শিল্পী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা মোমিনুল হক, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মজুমদার, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সাবু, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা সামছুল আলমসহ উপজেলা মুক্তিযোদ্ধাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মজুমদার বলেন, মুক্তিযোদ্ধারা এদেশের প্রাণ। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। আমাদের বাড়ি সুলতান ভিলায় ছিলো মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প।
বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন/ বিএম/হাসনা