বিএনএ, ঢাকা: আজ চলচ্চিত্র নির্মাতা মতিন রহমানের জন্মদিন। চলচ্চিত্র বিষয়ে যে কজন পিএইচডি করা নির্মাতা রয়েছেন তাঁদের মধ্যে তিনি একজন। স্টামফোর্ড ইউনিভার্সিটি’র ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের প্রধান। গ্রাজুয়েশন করেছেন শান্তাহারে। সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ঢাকায়।
পরিচালক আজিজুর রহমানের সহকারী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন মতিন রহমান। ১৯৮২ সালে “লাল কাজল” ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষিক্ত হন। এরপর প্রায় দুই ডজন ছবি নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। আবার তাঁর পরিচালিত বেশির ভাগ ছবিই পেয়েছে ব্যাবসায়িক সাফল্য। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আরও বেশ কটি পুরস্কার ও সম্মাননা।
মৃদুভাষী, সজ্জন এই মানুষটা সদা হাসি মুখে কথা বলে। দেখলেই এগিয়ে আসে। কারো বিপক্ষে কখনো কথা বলতে শুনেনি কেউ । জড়ান না চলচ্চিত্রের ঘরোয়া রাজনীতিতে।
মোদ্দা কথা, গোটা চলচ্চিত্র শিল্পে ভালো মানুষদের একজন হিসেবে পরিচিত মতিন রহমান।
বিএনএ/ রিপন রহমান, ওজি