17 C
আবহাওয়া
৬:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে নারীর রহস্যজনক মৃত্যু

রাজধানীতে নারীর রহস্যজনক মৃত্যু

রহস্যজনক মৃত্যু

রাজধানীর বংশাল মহৎটুলি এলাকায় বন্যা আক্তার রত্না (২২) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু ঘটেছে।  রবিবার (২৯ মে) রাতে মহৎটুলির একটি বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের হাত- পা বাঁধা ছিল। কারণ এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক থাকায়  স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ধারণা করা হচ্ছে বন্যাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন তার স্বামী।এ ঘটনার পর থেকেই তার স্বামীকে পাওয়া যাচ্ছেনা। নিহত নারীর ঠিকানাসহ বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে (মিটফোর্ড) পাঠানো হয়েছে।

বিএনএনিউজ২৪,আহা,জিএন

Loading


শিরোনাম বিএনএ