বিএনএ, ঢাকা: রাজধানীর কদমতলীতে সিজান হোসেন (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুস্কৃতিকারীরা তাকে হত্যা করে অটোরিক্সা নিয়ে গেছে বলে পুলিশ জানায়।
কদমতলী থানার উপ পরিদর্শক (এস আই) মহোর আলী জানান, শনিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে কদমতলীর শিল্প এলাকার বড়ইতলা রেলগেইট তাজ ইন্ডাষ্ট্রীজ (প্রাঃ) লিঃ’র সামনে পাকা রাস্তার ওপর থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মৃতের মাথার দুইপাশে থেঁতলানো আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুষ্কৃতিকারীরা তার মাথায় আঘাত করে অটোরিক্সাটি নিয়ে গেছে।
নিহত সিজানের ভাই রুবেল জানায়, ২০২২ সালে রাজশাহী আদিল কলেজ থেকে এইচএসসি পাশ করেছে আমার ভাই। সংসারের দারিদ্রতার কারণে পার্টটাইম রিক্সা চালিয়ে রোজগার করতো। দিনের বেলায় অটোরিক্সা পুলিশে ধরার কারণে রাতে গাড়ি চালাতো সে। কামরাঙ্গীরচর এলাকার আলী নগরের গোলাম আজমের গ্যারেজের রিক্সা চালাতো।
শনিবার রাত ১০টায় রিক্সা নিয়ে বের হয়, ১২টায় বাবার সাথে কথা হয় তার। রাত ১টায় ফোন বন্ধ হয়ে যায়। এরপর তার কোন খোঁজ না পেয়ে খোঁজাখুজি শুরু করি। সকালে পুলিশের ফোন পেয়ে মর্গে এসে মরদেহ শনাক্ত করেন বাবা রবিউল। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) মর্গে রাখা হয়। তাদের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে বলে নিহতের ভাই রুবেল জানায়।
বিএনএনিউজ/আজিজুল হাকিম,বিএম