বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকা থেকে নিখোঁজ আড়াই বছরের শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ সময় মো. হাশেম (২৯) নামে এক যুবক পালিয়ে গেছে।
শুক্রবার (২৮ এপ্রিল) হাটহাজারী উপজেলার ছিপাতলী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বায়েজিদ বোস্তামি থানার আব্দুল মালেকের ছেলে মো. নুর ইসলাম ওরফে মুরাদ (২৪), একই থানার বালুচরা এলাকার আবদুল মালেকের ছেলে মো. জুয়েল (১৯), হাটহাজারী উপজেলার আলীপুর এলাকার মৃত আবদুল বারেকের ছেলে মো. রাসেল (৩৭) ও একই উপজেলার ছিফাতলী এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী রিমা আক্তার (৩০)।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৫ এপ্রিল দুপুরে মধ্যম মোহরা এলাকায় খেলতে বের হয় শিশু মাহিম। পরে বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তার মা মোছাম্মৎ পারুল বেগম। এ ঘটনায় ওই এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ যাচাই করে শুক্রবার সকালে মো. নুর ইসলাম ও মো. জুয়েল নামে দুইজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যমতে- হাটহাজারী উপজেলার ছিপাতলী এলাকা থেকে রাসেল ও রিমা আক্তারের কাছ থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এ সময় জুয়েলের কাছ থেকে একটি সিএনজি অটোরিক্সা ও নুর ইসলামের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার মোটরসাইকেলটি শিশু মাহিমকে বিক্রি করে যে টাকা পাবে, সেই টাকা পাওয়ার আগেই কেনা হয়েছিল। আসামি জুয়েলের বিরুদ্ধে বায়েজিদ থানায় ও পটিয়া থানায় দুটি মামলা রয়েছে।
বিএনএনিউজ/বিএম